ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫২

আইজ্যাক হারজগ ইসরাইলের প্রেসিডেন্ট: নেতানিয়াহুর বিদায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৮ ২ জুন ২০২১  

ইহুদিদের সংগঠন জিউয়িশ এজেন্সির চেয়ারম্যান আইজ্যাক হারজগ হচ্ছেন ইসরাইলের ১১তম প্রেসিডেন্ট। ইসরাইলের আইনসভা নেসেটে এক গোপন ভোটাভুটিতে ৮৭ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্দী ছিলেন ইসরাইলের পুরস্কারজয়ী শিক্ষাবিদ মিরিয়াম পেরেজ। তিনি পেয়েছেন ২৭ ভোট।  এর মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নিলেন কট্টরপন্থী যুদ্ধবাজ বলে পরিচিত নেতানিয়াহু। 

নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হারজগের বাবা চেইম হারজগ ছিলেন ইসরাইলের ৬ষ্ঠ প্রেসিডেন্ট।  ভোটাভুটির পর মঙ্গলবার হারজগ পবিত্রতম স্থান ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থণা করতে গিয়েছিলেন।

সেখানে তিনি নিজের জয়ের জন্য প্রার্থণা করেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন। স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় নেসেটের স্পিকার ইয়ারিভ লেভিন ভোট চালুর ঘোষণা দেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর